ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবনে জালে একসঙ্গে ধরা পড়ল লাখ টাকার মেদ মাছ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
সুন্দরবনে জালে একসঙ্গে ধরা পড়ল লাখ টাকার মেদ মাছ 

সাতক্ষীরা: সুন্দরবনে এক জালে পাওয়া ২৭টি মেদ মাছ বিক্রি হলো লাখ টাকায়। এতে বেজায় খুশি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের জেলে বাবলু কয়াল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পাইকারি এক ক্রেতা ৬০০ টাকা কেজি দরে মাছগুলো এক লাখ টাকায় কিনে নেন।

জানা গেছে, বাবলু কয়াল বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে জাল ফেলেন তিনি। সেই জালেই একসঙ্গে ২৭টি মেদ মাছ ধরা পড়ে। যার ওজন ১৭০ কেজি। মাছগুলো বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে আনা হলে ৬০০ টাকা কেজি দরে কিনে নেন এক পাইকারি ক্রেতা।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শরিফ হোসেন বলেন, খানিকটা রিঠা মাছের আকৃতির মেদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এ মাছ নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে মাছ ধরা পড়ে না। তবে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে মেদ মাছ। গত বছর এক জেলে একসঙ্গে প্রায় ৩০০টি মেদ মাছ পেয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।