ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে ১১ ফুট দৈর্ঘ্য অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।  

রোববার (২৪ ডিসেম্বর) সকালে রামপাহাড় বিট এলাকায় সাপটি অবমুক্ত করে রাঙামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ।

 

সাপটি জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন সেনাক্যাম্প এলাকায় ফার্মে ছাগল শিকারে এসে সৈনিকদের হাতে ধরা পড়ে। পরে বন বিভাগকে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে।  

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, অজগরটির দৈর্ঘ্য ১১ ফুট, ওজন প্রায় ২০ কেজি। বিভাগীয় কর্মকর্তার নির্দেশে কাপ্তাই ন্যাশনাল পার্কে সাপটি অবমুক্ত করা হয়।  

এ সময় রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান, ব্যাঙছড়ি বিট কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরীসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।