হবিগঞ্জ: হবিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর থেকে একটি বিরল পাখি ‘সোনালী ঈগল’ উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুরে জেলা শহরে বিয়াম ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষ পাখিটিকে বন বিভাগে হস্তান্তর করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ রওশন সুলতানা জানান, রোববার একটি ‘সোনালী ঈগল’ সীমানা প্রাচীরে বসেছিল। অসুস্থ বিধায় সে উড়তে পারছিল না।
পরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের মাধ্যমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর পাঠানো হয়। তারা এসে ঈগলটি নিয়ে গেছেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল চৌধুরী জানান, এটি আনুমানিক এক বছর বয়সী ‘সোনালী ঈগল’। দুদিন পর্যবেক্ষণে রেখে তাকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, ‘সোনালী ঈগল’ বিচিত্র স্বভাবের প্রাণী। সুযোগ পেলে এরা জেলে নৌকা বা ট্রলার অনুসরণ করে ডানা মেলে শূন্যে ভেসে থাকে। কিন্তু বর্তমানে গ্রামবাংলায় এদের বিচরণক্ষেত্র একেবারেই সীমিত হয়ে পড়ছে। ১৯৭৪ সালের বন্য প্রাণী আইনে আলাদাভাবে চিলের প্রজাতিকে রক্ষা করার কথাও বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এমজেএফ