দেখে মনে হচ্ছে দুটি বাঁশের কঞ্চি পাশাপশি মাথা ঠোকাঠুকি করছে। কিন্তু ছবিটি ম্যাক্রো লেন্সে তোলা দুটি ঘোড়ামুখী ঘাস ফড়িঙের।
৪২ বছর বয়সী কীটপতঙ্গ বিষয়ক ফটোগ্রাফার ভন স্পান ঘাসফিঙের এই অদ্ভুত মুহূর্তের ছবিটি তুলেছিলেন অক্টোবর মাসে।
আশ্চর্য হলেও সত্যি ঘোড়ামুখী ঘাসফড়িং অনেক দেশে পোষা হয়। এদের লম্বা শক্ত হাত পা এমনভাবে নাড়ায় যা পাগলাটে নাচের মধ্যে পড়ে!
ঘোড়ামুখী এই বিচিত্র ফড়িং তাদের ভ্রান্তিকর মুখের ভঙ্গি এবং চোখের জন্যও বিখ্যাত।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩