দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঝারুয়ার পাড় এলাকায় বিরল প্রজাতির চারটি পাখি উদ্ধার করেছেন স্থানীয়রা। পাখিগুলোর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাখিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় মাস্টারপাড়া গ্রামের বায়োজিত বাপ্পি জানান, বিকেলে তারা ফুটবল খেলার সময় হঠাৎ করে ওই পাখিগুলোর একটি বাঁশঝাড়ে এসে পড়ে। পরে তারা ওই পাখিটি উদ্ধার করেন। এভাবে কিছু সময় পর এলাকার বিভিন্ন স্থানে আরো তিনটি পাখি পাওয়া যায়।
পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন বাংলানিউজকে নিউজকে জানান, পাখিগুলোর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পাখিগুলো খুবই দুর্বল।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ জানান, পাখিগুলো দ্রুত উদ্ধার করে চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসআর