ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বঙ্গবন্ধু সাফারি পার্কে ২৭ পাখি অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
বঙ্গবন্ধু সাফারি পার্কে ২৭ পাখি অবমুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাখি অবমুক্ত করা হচ্চে, ছবি: বাংলানিউজ

গাজীপুর: কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা ৪০৩টি পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির ২৭টি পাখি  গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে পাখিগুওলো অবমুক্ত করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৫ জুন) কিশোরগঞ্জ থেকে বিভিন্ন প্রজাতির ৪০৩টি পাখি উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট।

এর মধ্যে ২৭টি বিভিন্ন প্রজাতির পাখি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। পাখিগুলোর মধ্যে- দু’টি পাতি সরালি হাঁস, দু’টি ঈগল, একটি ডাহুক, ১৫টি কানি বক, ৭টি কালিম পাখি। উদ্ধার করা অন্য পাখিগুলো ঢাকা অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।