ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ভারানের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ভারানের

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সেন্টার-ব্যাক রাফায়েল ভারান। তবে এখনই ক্লাব ফুটবল ছাড়ছেন না ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।


 
২০১৩ সালে ফরাসিদের জার্সিতে অভিষেকের পর ৯৩ ম্যাচ খেলেছেন ভারান। ডিফেন্ডার হয়েও করেছেন ৫ গোল। ২০১৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতার স্বাদ পান তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচ ২০২২ বিশ্বকাপের ফাইনাল; যেখানে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হারে ফ্রান্স।

২০২১ সালের আগস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ভারানের এমন অবসরের ঘোষণা ফুটবলবিশ্বে বড় চমক হয়েই এসেছে। কারণ বিশ্বকাপের তিন সপ্তাহ পর টটেনহামের গোলরক্ষক হুগো লরিস ফ্রান্সের নেতৃত্ব ছাড়ার পর পরবর্তী অধিনায়ক হিসেবে ভারানের নাম উচ্চারিত হচ্ছিল।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।