গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কিন্তু বাকি সময়টা কেবল পিএসজিরই।
চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে ম্যানচেস্টার সিটিকে ৪-২ ব্যবধানে হারায় পিএসজি। আরেক ম্যাচে বায়ার্নকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফেইনুর্ড। অপর ম্যাচে জাগরেভকে সমান ব্যবধান উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল।
পার্ক দেস প্রিন্সেসে পিএসজির শুরুটা হয় বিবর্ণ। বিরতির পর তারা গোল হজম করে বসে। ৫০তম মিনিটে সিটিকে এগিয়ে নেন জ্যাক গ্রিলিশ। বের্নার্দো সিলভার শট ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রনে রাখতে পারেননি দোনারুম্মা। ফিরতি শটে জাল খুঁজে নেন গ্রিলিশ। তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে নেন আর্লিং হালান্ড। গ্রিলিশের কাটব্যাক থেকে বল নিয়ে প্রথম স্পর্শেই গোল পান তিনি।
বাকি সময়টা কেবলই পিএসজির। ৫৬ থেকে ৬০ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে দেয় তারা। প্রথমটি আসে দেম্বেলের পা থেকে। বার্কোলার পাস থেকে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। পরের গোলটি করেন বার্কোলা নিজেই। ৭৮তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন নেভেস। ভিতিনিয়ার ফ্রি কিক থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান তিনি। যোগ করা সময়ে বদলি নামা রামোস সিটির জালে বল পাঠিয়ে উচ্ছ্বাসে ভাসান পিএসজি সমর্থকদের।
একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে বায়ার্নের জালে ২১তম মিনিটে বল পাঠায় ফেইনুর্ডের হিমেনেস। খেইস স্মারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় ফেইনুর্ড। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন হিমেনেস।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। কিন্তু সেটা পারেনি আর। একের পর এক সুযোগ নষ্ট করে দলটি। নির্ধারিত সময়ের এক মিনিটে তাদের জালে ফের বল পাঠায় ফেইনুর্ড। আন্তোনি মিলাম্বোর পাস ধরে বক্সে ঢুকে গোলটি করেন আয়াসে উয়েদা।
রাতের আরেক ম্যাচ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে শুরুতেই এগিয়ে নিয়ে যান ডেকলান রাইস। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস থেকে বল টেনে নিয়ে রাইসকে খুঁজে নেন কাই হাভার্টজ। সহজ শটে জাল খুঁজে নিতে ভুল করেননি ইংলিশ মিডফিল্ডার। প্রথমার্ধে এই লিড ধরে রেখেই বিরতিতে যায় আর্সেনাল।
বিরতির পর ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাভার্টজ। মার্তিনেল্লির দারুণ ক্রসে থেকে হেডে লক্ষ্যভেদ করেন জার্মান এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে শেষ পেরেকটি ঠুকে দেন মার্টিন ওডেগার্ড। সতীর্থের ক্রস বক্স থেকে অনায়াসে জালে পাঠান তিনি।
চ্যাম্পিয়ন লিগের টেবিলে ৭ ম্যাচে ২ জয় ও সমান ড্রয়ে ৮ পযেন্ট নিয়ে ২৫তম স্থানে এখন সিটি। ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে তারা। একই দশা পিএসজিরও। ১০ পয়েন্ট নিয়ে যদিও তারা রয়েছে ২২ নম্বরে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে থাকা বায়ার্ন কিছুটা বিপদমুক্ত। এক পয়েন্ট বেশি নিয়ে ১১ নম্বরে ফেইনুর্ড। অপরদিকে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা আর্সেনাল শেষ ষোলোর দ্বারপ্রান্তে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
আরইউ