ঢাকা, মঙ্গলবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২০২৩, ১০ জিলকদ ১৪৪৪

ফুটবল

জয়ের বিকল্প আর কিছুই ভাবছেন না সিশেলস কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
জয়ের বিকল্প আর কিছুই ভাবছেন না সিশেলস কোচ

সিলেট থেকে: সাম্প্রতিক সময়ে গোলের দেখা মিলছে না বাংলাদেশের ফরোয়ার্ডদের। বরং ডিফেন্ডাররাই রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করে দলকে রক্ষা করছেন।

এটা নজরে এসেছে সিশেলস কোচ ভিভিয়ান বোথেরও। তাই বাংলাদেশের ডিফেন্স লাইন নিয়েই ভাবছেন বলে জানিয়েছেন তিনি।

আগামীকাল (২৮ মার্চ) সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে মুখোমুখি হবে সিশেলস। সেই ম্যাচে জয়ের বিকল্প অন্য কিছু ভাবছেন না সিশেলস কোচ বোথ। তিনি বলেন, ‘আমাদেরকে কাল অবশ্যই জিততে হবে। গত ম্যাচে ১-০ গোলে হারের পর আমাদের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। আমরা এখনও সিরিজ বাঁচানোর বিষয়ে আশাবাদী। ’

বাংলাদেশের দূর্বলতাগুলো নিয়ে পর্যালোচনা করেছেন বলে জানিয়েছেন বোথ। তিনি বলেন, ‘বাংলাদেশের কিছু ভালো দিক আছে। আবার কিছু দুর্বলতাও আছে। আমরা সেগুলো নিয়ে ভেবেছি। মাঝমাঠে বাংলাদেশের দূর্বলতা আছে। আমরা সেগুলো কাজে লাগাতে চাই। তাদের ডিফেন্স খুব শক্তিশালি। আমরা তাদের ডিফেন্স লাইন নিয়ে ভাবছি। ’

আগামী ম্যাচে দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বোথ। তিনি বলেন, ‘আগামী ম্যাচে দলে ৩/৪ টা পরিবর্তন আসতে পারে। আমাদের টিম স্পিরিট ভালো। দলের সকলেই ভালো আছে। আমাদের লক্ষ্য পরিস্কার। আমরা জয়ের বিকল্প অন্য কিছু ভাবছি না। ’

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa