ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কম্বোডিয়ার ক্লাবকে হারালো বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ১২, ২০২৩
কম্বোডিয়ার ক্লাবকে হারালো বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে কম্বোডিয়ায় অবস্থান করছে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে আজ কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মির সঙ্গে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ম্যাচেটিতে তারা জয় পেয়েছে ১-০ গোলে।

আজ (১২ জুন)  কম্বোডিয়ার নমপেনের আর্মি স্টেডিয়ামে জয়সূচক গোলটি করেছেন মোহাম্মদ সোহেল রানা। এই জয়ে সাফের আগে প্রস্তুতির শুরুটা ভালোই হলো বাংলাদেশের।

আজ খেলার প্রথমার্ধে শুরু থেকে ভালো খেলছিল বাংলাদেশ দল। ১২তম মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু কাজে লাগাতে পারেনি।  

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই গোল করার চেষ্টা করে। কিন্তু গোলের দেখা পাওয়া যায়নি। লিড রেখে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। তবে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন জামাল-রানারা।    

প্রস্তুতি ম্যাচের পর কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটি হবে ১৫ জুন। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ভারতে পাড়ি দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

এদিকে বাংলাদেশ দলের দুই সদস্য বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল ভিসা জটিলতায় এখনও কম্বোডিয়া পৌঁছাতে পারেননি। তবে আজ রাতের ফ্লাইটে তাদের কম্বোডিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।