ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফিফা থেকে ক্ষতিপূরণ পেল শেখ রাসেল ক্রীড়া চক্র

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
ফিফা থেকে ক্ষতিপূরণ পেল শেখ রাসেল ক্রীড়া চক্র

শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার সাদ উদ্দীন জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন দীর্ঘদিন। ফিফা ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় সেই ক্ষতিপূরণ পেয়েছে শেখ রাসেল।

এএফসি এশিয়ান কাপ বাছাই ২০২৩ এর কোয়ালিফায়ার্স এর ফাইনাল রাউন্ডের খেলার জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন সাদ। ক্যাম্পে অনুশীল চলাকালীন সময়ে গত ২৩ মে চোট পান সাদ। ফলে দীর্ঘ দিন তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। সেই সময়ে ক্লাবের হয়েও মাঠে নামতে পারেননি তিনি। ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে তার ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র। সেই ক্ষতিপূরণ হিসেবে ফিফা কর্তৃক চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শেখ রাসেলকে দেওয়া হয়েছে। আজ (৬ জুলাই) বাফুফের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ রাসেল ক্রীড়া চক্রের ঢাকা ব্যাংক অ্যাকাউন্টে ফিফা কৃর্তক প্রেরিত অর্থ প্রদান করেছে বাফুফে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে আবাহনীকে তাদের খেলোয়াড় আতিকুর রহমান ফাহাদের ইনজুরির কারণে এক লক্ষ ছয় হাজার টাকা দিয়েছিল ফিফা। এছাড়া ২০২০ সালে মাসুক মিয়া জনির ইনজুরির কারণে বসুন্ধরা কিংসকে দেয়া হয়েছিল তের লক্ষ এগার হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।