ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আবাহনীর কোচ-ম্যানেজার পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
আবাহনীর কোচ-ম্যানেজার পরিবর্তন

দেশের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ফুটবল দলে ডাগ আউটে জুটি ভাঙছে। গত কয়েক বছর কোচ হিসেবে ছিলেন পর্তুগিজ মারিও লেমস এবং ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু।

আসন্ন মৌসুমে এই দুই পদে কেউ থাকছেন না।

ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের মারিও লেমসকে বিদায় করে নতুন কোচ নিয়োগ দিয়েছে মেসির দেশ আর্জেন্টিনার দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে।

আর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক কাজী নজরুল ইসলামকে। নজরুল বেশ কয়েক বছর ধরে আবাহনীর সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

ক্রুসিয়ানি অবশ্য আবাহনীতে নতুন নন। ২০০৭ সালে এ ক্লাবের দায়িত্ব পালন করেছিলেন এই আর্জেন্টাইন। তার বাংলাদেশে আগমন ছিল আরো আগে। ২০০৫ সালে ক্রুসিয়ানি ছিলেন জাতীয় দলের কোচ। তার অধীনে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে।

ক্রুসিয়ানি সর্বশেষ গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিংয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।