ইনজুরির কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। অবশেষে মাঠে ফিরছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।
গত বছরের আগস্টে মৌসুমের শুরুতেই চোট পান ডি ব্রুইনা। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। এরপর ডিসেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ের ডোকু। আর হালান্ড ইনজুরিতে ছিটকে যান একই সময়ে। পায়ের ছোটে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে এবার সুসংবাদ দিলেন সিটি কোচ গার্দিওলা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জেরেমি সত্যিই খুব ভালো বোধ করছে এবং কেভিনও। আর্লিংও আরেকটু সুস্থ হয়ে উঠেছে। দুই-তিন অনুশীলন সেশনে তারা ভালো বোধ করছে এবং তাদের ফিটনেসের আরও উন্নতি হচ্ছে। আমি জানি না রোববারের ম্যাচে কিংবা নিউক্যাসলের (১৩ জানুয়ারি লিগ ম্যাচে) বিপক্ষে তারা খেলতে পারবে কিনা, তবে মৌসুমে বাকি সময়ের জন্য তারা প্রস্তুত থাকবে। ’
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরইউ