দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালের ডিসেম্বরে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর থেকে দলটির সদস্যদের নিয়ে ফুটবলবিশ্বে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়।
সেই ধারায় বিশ্বকাপের পর গত জুলাইয়ে ভারত ও বাংলাদেশ সফরে এসেছিলেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও আসরের গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এবার আসছেন তার সতীর্থ ও আলবিসেলেস্তেদের তারকা ফরোয়ার্ড আনহেল দি মারিয়া।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় মার্তিনেস ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে আনা ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। বাংলানিউজকে তিনি বলেন, ‘আগামী ২০ মে থেকে ৫ জুন উইন্ডো আছে। এর মাঝেই ডি-মারিয়াকে বাংলাদেশে আনার চেষ্টা চলছে। ’
মার্তিনেস ও রোনালদিনহো বাংলাদেশে সল্প সময়ের জন্য এলেও দি মারিয়া বাংলাদেশে বেশি সময় থাকবেন, এমনটাই আশা শতদ্রুর। তিনি বলেন, ‘দি মারিয়াকে দেড় দিনের জন্য আনার চেষ্টা হচ্ছে। ’ ফলে মার্তিনেস এবং রোনালদিনহোর সঙ্গে দেশের ভক্তরা দেখা না করতে পারলেও দি মারিয়ার সঙ্গে সেই সুযোগ থাকতে পারে।
শুধু কি তাই, এ বছর মেসি এবং রোনালদোকে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শতদ্রু দত্ত। তিনি বলেন, ‘দি মারিয়াকে আনার পর মেসিকে নিয়ে কাজ করব ৷ হয়তো এ বছর কিংবা ২০২৫ সালে ভারতবর্ষে আনব তাকে। ’
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এআর/এমএইচএম