ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনালকে হারিয়ে দুঃসংবাদ পেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
আর্সেনালকে হারিয়ে দুঃসংবাদ পেল লিভারপুল

আর্সেনালের বিপক্ষে দারুণ জয়ের রেশ না কাটতেই দুঃসংবাদ পেল লিভারপুল। হাঁটুর ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন দলটির ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

 

গত রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ২-০ গোলে জয় পায় অলরেডরা। কিন্তু সেই ম্যাচেই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। পরে পরীক্ষানিরীক্ষায় তার হাঁটুর লিগামেন্টে চিড় ধরা পড়ে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সেরে উঠতে কয়েক সপ্তাহ লেগে যাবে তার।

আগামী বুধবার কারাবো কাপের সেমিফাইনালের প্রথম লেগে ফুলহামের মুখোমুখি হবে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডের এই ম্যাচে খেলতে পারবেন না অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। এরপর ২১ জানুয়ারি প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে ইয়ুর্গেন ক্লপের দল। ওই ম্যাচ ছাড়া আরও তিন ম্যাচে থাকবেন না অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ফেব্রুয়ারিতে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।