ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতে খেলতে যাওয়ার আগে সাবিনার দুশ্চিন্তা ‘ভিসা জটিলতা’

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
ভারতে খেলতে যাওয়ার আগে সাবিনার দুশ্চিন্তা ‘ভিসা জটিলতা’

২০১৮ সালে সেথু এফসির জার্সিতে প্রথমবার ভারতীয় ক্লাবে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ৬ বছর পর সাবিনা আবার যাচ্ছেন ভারতের ঘরোয়া লিগে খেলতে।

৮ ডিসেম্বর শুরু হওয়া ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসি থেকে ৩ মাসের জন্য সাবিনাকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

সাবিনা খাতুন বলেন, ‘আমি ওই ক্লাব থেকে ৩ মাসের চুক্তির প্রস্তাব পেয়েছি। এরপর বাফুফের ছাড়পত্র নিয়ে আমি ভারতীয় ভিসার জন্য বুধবার কাগজ-পত্র জমা দিয়েছি। ভিসার ওপর নির্ভর করে ক্লাবটির সঙ্গে চুক্তি। সবকিছু ঠিকঠাক মতো এগুলো ১৭ জানুয়ারি সেথু এফসির বিপক্ষে ম্যাচ খেলবো। ’

ভারতে যেতে চাইলেও এই মুহূর্তে যেতে পারছেন না জাতীয় দলের এই ফরোয়ার্ড, 'গতবারের মতো এবারও ভিসা জটিলতায় ভুগতেছি। যদি ভিসা পাই তাহলে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। '

আগামী ১৭ জানুয়ারি গোয়ার তিলক ময়দানে হবে কিকস্টার্ট এফসির পরের ম্যাচ। প্রতিপক্ষ সাবিনার সাবেক ক্লাব সেথু এফসি। ওই ম্যাচের আগেই ক্লাবটি সাবিনাকে পেতে চায়। কিন্তু ভিসা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন সাবিনা, 'ওরা ১৭ জানুয়ারি পর্যন্ত দেখবে। কারণ ওদের ১৭ তারিখ পরের ম্যাচ আছে। এর আগে ভিসা হলে সেক্ষেত্রে যাওয়া সম্ভব হতে পারে। সত্যি বলতে ভিসা নিয়ে বেশ ঝামেলাতেই আছি। '

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।