ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

প্যালেসকে গুঁড়িয়ে জয়ে ফিরল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
প্যালেসকে গুঁড়িয়ে জয়ে ফিরল আর্সেনাল

সময়টা ভালো যাচ্ছিল না আর্সেনালের। লিভারপুলের বিপক্ষে ড্রয়ের পর টানা দুই হার।

যা প্রিমিয়ার লিগের শীর্ষস্থান থেকে ছিটকে দেয় তাদের। দুঃসময় কাটিয়ে বেশ দারুণভাবেই ঘুরে দাঁড়ালো গানাররা। ক্রিস্টাল প্যালেসকে গুঁড়িয়ে দেয় ৫-০ গোলে।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ডেকলান রাইসের কর্নার থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন গাব্রিয়াল মাগালহাস। ৩৭ মিনিটে আত্মঘাতী গোল হজম করে কপাল পুড়ে প্যালেসের।  

বিরতির পর ব্যবধান বাড়ান লেয়ান্দ্রো ত্রসার্ড। গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশ করেন তিনি। এরপর যোগ করা সময়ে পরপর দুই মিনিটে জোড়া গোল করে বড় জয় নিশ্চিত করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
 
এই জয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।