ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতের ফরোয়ার্ডরা ভাবাচ্ছে বাংলাদেশের কোচকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
ভারতের ফরোয়ার্ডরা ভাবাচ্ছে বাংলাদেশের কোচকে

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে।

আগামী ম্যাচে জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকতে চান বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। তবে ভারতের শক্তিশালী আক্রমণ ভাগ ভাবাচ্ছে তাকে। ভারতের আক্রমণের তিন ফুটবলারকে রুখতে ছক কষছেন টিটু। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হবে দুই দল।

এবারের সাফে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল এবং ভুটান। বাংলাদেশ এবং ভারতকে শিরোপার দাবিদার মানছেন সকলেই। প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। অন্যদিকে নেপালকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল লড়াই হবে দুই ফেভারিটের।  

ভারতের বিপক্ষে ম্যাচের আগে স্বাগতিকদের কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘প্রথম ম্যাচে  আমাদের সবকিছু প্রত্যাশা অনুযায়ী হয়নি, আরও আধিপত্য করে খেলা দরকার ছিল। ’

প্রথম ম্যাচের পর ভারতের তিন ফুটবলার ভাবাচ্ছে টিটুকে। তিনি বলেন, ‘ভারতের শক্তিশালী আক্রমণভাগ নিয়ে কাজ করতে হচ্ছে। ওদের ফিনিশিং ভালো। ওদের নাম্বার ৭ (পুজা) এবং ১১ (নেহা)  দুইটা উইঙ্গার বেশ ভালো। নাম্বার ১০ (নিতু লিন্ডা) ভালো। কাজ করতে হচ্ছে আমাদের। আমরা ভালো ফল করার জন্য মাঠে নামবো। ’

ম্যাচের আগে বাংলাদেশকে সমীহ করছেন ভারতের কোচ শুক্লা দত্তও। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। ওরাও নিশ্চয়ই আমাদের এই ম্যাচ দেখেছে। ওরা ওদের মতো তৈরি করবে, আমরা নিজেদেরকে আমাদের মতো তৈরি করব। আমার তিনটি ম্যাচই জিততে চাই। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য জয়ের। ’

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।