ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

দুই পেনাল্টিতে এভারটনকে হারাল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
দুই পেনাল্টিতে এভারটনকে হারাল ইউনাইটেড

ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই পেনাল্টিতে তারা হারিয়েছে এভারটনকে।

ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের জয় ২-০ ব্যবধানে। তবে জিতলেও ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে এরিক টেন হাগের দল। সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার পথ কঠিন হয়ে গেছে তাদের।  

ঘরের মাঠে শনিবার প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ১২ মিনিট সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস। পিছিয়ে পড়া এভারটন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায়। ইউনাইটেডের রক্ষণে হানাও দেয় কয়েকবার কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি সফরকারীরা।

৩৬ মিনিটে আবারো পেনাল্টি আদায় করে নেয় ইউনাইটেড। এবার জাল খুঁজে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ চললেও কোনো দলই পায়নি গোলের দেখা। রক্ষণ আগলে রেখে দারুণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।