ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফিফা ফরোয়ার্ড ফান্ডের সময় বাড়ায় স্বস্তিতে বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
ফিফা ফরোয়ার্ড ফান্ডের সময় বাড়ায় স্বস্তিতে বাফুফে

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে বাংলাদেশে একটি টেকনিক্যাল সেন্টার স্থাপিত হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাফুফে সেন্টার ফর এক্সিলেন্স।

সেন্টার ফর অ্যাক্সিলেন্স তৈরি করতে একটি জমি নির্ধারণ করে ফিফায় জানাতে হবে বাফুফেকে।  

পূর্বের সময় অনুযায়ী, চলতি ডিসেম্বরের মধ্যে নির্ধারিত স্থানের তথ্য ফিফায় জমা দেওয়ার কথা ছিল। তবে ফরোয়ার্ড ফান্ডের সময় বেড়েছে আগামী ২০২৮ সাল পর্যন্ত। ফলে কিছুটা স্বস্তিতে রয়েছে বাফুফে। কারণ এখনো টেকনিক্যাল সেন্টারের জন্য জমি নির্ধারণ করতে পারেনি তারা।

বাফুফে সেন্টার ফর এক্সিলেন্স তৈরির জন্য প্রথমে কক্সবাজারের খুনিয়াপালংয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকে জমি বরাদ্দ পেয়েছিল বাফুফে। তবে এতে বাধা দেন পরিবেশবাদীরা। ফলে সেখান থেকে সরে আসে বাফুফে টেকনিক্যাল সেন্টার। শুরু হয় নতুন জমির খোঁজ।

এবার নতুন জমি মিলছে কক্সবাজারেই। রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশে টেকনিক্যাল সেন্টারের জন্য জমি বরাদ্দ চেয়েছে তারা। এই জমি এখনো বরাদ্দ পায়নি বাফুফে। দ্রুত সময়ের মধ্যেই জমি বরাদ্দ নেওয়ার চেষ্টা করছে তারা। তবে ফিফা ফরোয়ার্ড ফান্ডের সময় না বাড়লে চাপে পড়ে যেত বাফুফে। এই সুযোগ হাতছাড়া হওয়ারও সম্ভাবনা ছিল।  

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা দ্রুতই জমি বরাদ্দ নেওয়ার চেষ্টা করছি। আগের সময় অনুযায়ি ডিসেম্বরের মধ্যেই আমরাদের জমির তথ্য ফিফায় জমা দিতে হতো। তবে সময় বেড়েছে। আগামী ২০২৮ সাল পর্যন্ত সময় বেড়েছে। তবে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করতে। ’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।