ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

বিয়ে করলেন বার্সা সাবেক তারকা ইতো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
বিয়ে করলেন বার্সা সাবেক তারকা ইতো ছবি:সংগৃহীত

ঢাকা: দীর্ঘ দিনের বান্ধবী জিওর্জএট্টে ট্রা লো’কে বিয়ে করলেন স্যামুয়েল ইতো। মঙ্গলবার ইতালির সেটেজ্জানোয় শ’খানেক আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের পিড়িতে বসেন বার্সেলোনার সাবেক এ তারকা।

 

৩৫ বছর বয়সী এ তারকা ইতালিতে এক সময় খেলেছিলেন। দেশটির জায়ন্ট ক্লাব ইন্টার মিলান ও সাম্পোদোরিয়ার হয়ে মাঠ মাতিয়েছিলেন ক্যামেরুন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

ইতো ও  জিওর্জএট্টের ঘরে ইতোমধ্যে দুটি সন্তান রয়েছে। বিয়েতে এদিন উপস্থিত ছিলেন বার্সায় খেলাকালীন ইতোর সতীর্থ কার্লোস পুয়েল।

ইতো বর্তমানে তার্কিশ ক্লাব আন্তালায়সপোরে খেলেন। এর আগে তিনি ইংলিশ ক্লাব চেলসি ও এভারটনের হয়েও খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ১৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।