ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৫৮ বছরের রেকর্ড ভাঙলেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
৫৮ বছরের রেকর্ড ভাঙলেন বেল গ্যারেথ বেল-ছবি:সংগৃহীত

ঢাকা: ইউরোতে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে ওয়েলস জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোতে সুযোগ পেয়ে বাজিমাত করেছে পুঁচকে তকমা গায়ে জড়ানো দলটি।

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি।

 

ওয়েলস দলে অবশ্য এককভাবে আলো ছড়াচ্ছেন দলের সেরা তারকা গ্যারেথ বেল। গ্রুপপর্বে প্রতিটি ম্যাচেই একটি করে গোল এসেছে তার পা থেকে। আর এরই মধ্যে দেশটির ফুটবল ইতিহাসে ৫৮ বছরের রেকর্ড ভাঙলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। বড় কোনো আসরে ওয়েলসের হয়ে বেলই এখন সর্বোচ্চ গোলদাতা।

এর আগে ওয়েলস ১৯৫৮ সালে বিশ্বকাপে অংশগ্রহণ করে। সেবার দলের হয়ে লোভর আলচার্চ দুটি গোল করেছিলেন। তাই এতোদিন পর্যন্ত তিনিই ছিলেন শীর্ষে। তবে নতুন প্রজন্মের তারকা বেলের কাছে এবার হারাতে হলো তার রেকর্ডটি।

এদিকে পর পর দুটি ইউরো আসরের পর একটি কীর্তি গড়লেন বেল। সর্বশেষ ২০০৪ আসরে মিলান ব্যারস ও রুড ফন নিলেস্তরয় প্রথম তিন ম্যাচে গোল করেছিলেন। এবার সেটি করে দেখালেন বেল।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ২১ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।