ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারের চুক্তি ঠেকাতে ব্রাজিলে ম্যানইউর প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
নেইমারের চুক্তি ঠেকাতে ব্রাজিলে ম্যানইউর প্রতিনিধি ছবি: সংগৃহীত

ঢাকা: নেইমারকে পেতে শেষ প্রচেষ্টা হিসেবে ব্রাজিলে প্রতিনিধি পাঠিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লক্ষ্য, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি আটকানো।

গ্রীষ্মকালীন ছুটিতে যুক্তরাষ্ট্র ঘুরে এখন নিজ দেশে সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

স্প্যানিশ দৈনিক ‘মুন্ডো দেপোর্তিভো’র বরাত দিয়ে ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি এক্সপ্রেস’ এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, নেইমারকে দলে ভেড়ানোর লক্ষ্যে এখনো আশাবাদী ম্যানইউ। সে লক্ষ্যেই তার চুক্তি নবায়ন ঠেকাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইংলিশ জায়ান্টরা!

এদিকে, বার্সার পরিচালক রাউল সানলেহিও গত কয়েকদিন যাবৎ ব্রাজিলে অবস্থান করছেন বলে খবর প্রকাশ করেছে ডেইলি মেইল। উদ্দেশ্য ‍নাকি দু’টি। পালমেইরাস থেকে উদীয়মান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জিসাসকে দলে ভেড়ানো ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাসকে ক্রুজেইরোর কাছে বিক্রি করা। অন্যটি হচ্ছে, নেইমারকে বার্সা না ছাড়ার বিষয়ে শতভাগ রাজি করানো।

স্প্যানিশ দৈনিক ‘এবিসি’র দাবি, ম্যানইউর পাশাপাশি পিএসজি ও রিয়াল মাদ্রিদ নেইমারকে দলে টানতে বিশাল অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত। রেড ডেভিলসরা নাকি বাৎসরিক বেতন বাবদ ১৩.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে। সে যাই হোক, এক মৌসুমে ১৪.৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজি পিএসজি, যা বোনাসসহ আনুষাঙ্গিক আয় মিলে ২২ মিলিয়নে ঠেকবে।

প্রসঙ্গত, ম্যানইউ বা ইউরোপের অন্যান্য জায়ান্ট ক্লাবের ‘স্বপ্ন’ বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা, সাম্প্রতিক সময়ে বার্সা যেমন বলেছে, নেইমারের সঙ্গে খুব শিগগিরই নতুন চুক্তি সম্পন্ন হবে ঠিক তেমনি নেইমার নিজেও ন্যু ক্যাম্পে লম্বা ক্যারিয়ার গড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।