ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

এবার চিলির অপেক্ষা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এবার চিলির অপেক্ষা! ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো কী চিলি-আর্জেন্টিনা ফাইনাল দেখবে ফুটবল বিশ্ব? স্বাগতিক যু্ক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইতোমধ্যেই শিরোপা নির্ধারণী ম্যাচে পা রেখেছে আলবিসেলেস্তেরা। এবার চিলিয়ানদের অপেক্ষা! দ্বিতীয় সেমিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন আলেক্সিস সানচেজরা।

বৃস্পতিবার (২৩ জুন) শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। ফাইনাল ২৭ জুন (একই সময়ে)।

কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর জালে গোল উৎসবই করেছিল চিলি। ৭-০ গোলের উড়ন্ত জয়ে সেমি নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, গোলশূন্য ম্যাচে পেরুকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারের টিকিট পায় জেমস রদ্রিগেজের কলম্বিয়া।

গতবছর ঘরের মাঠে আর্জেন্টাইনদের কাঁদিয়ে প্রথমবারের মতো কোপার শিরোপা উল্লাসে মেতেছিল চিলি। কলম্বিয়া বাধা টপকাতে পারলে এবারো তাদের সামনে থাকবে সেরকম কিছুর হাতছানি! সেক্ষেত্রে নিশ্চিতভাবেই প্রতিশোধের মিশনে মাঠে নামবেন মেসি-হিগুয়েইন-ডি মারিয়ারা।

অতীত ইতিহাস ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কলম্বিয়ার চেয়ে চিলি হয়তো এগিয়ে থাকবে। কিন্তু কলম্বিয়াকে পিছিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। সব মিলিয়ে দর্শকরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই উপভোগ করতে যাচ্ছেন।

কিছু তথ্য:
# কোপা আমেরিকায় ১২ বার চিলির মুখোমুখি হয়েছে কলম্বিয়া (১৯৬৬ সালের বাছাইপর্ব সহ)। তার মধ্যে দু’টি হারের বিপরীতে ১০ ম্যাচেই জয় পায় চিলিয়ানরা। বাকি তিন ম্যাচ ড্রয়ের মুখ দেখে।

# ১৯৬৬ সালের বাছাইপর্ব বাদ দিলে চিলির বিপক্ষে কলম্বিয়ার জয়ের শতকরা হার মাত্র ১০%। ১০ ম্যাচে জয় মাত্র একটিতে।

# কোপার ইতিহাসে ১৯৮৭ আসরের পর এ প্রথম সেমিফাইনালে দু’দল একে অপরের মুখোমুখি। সেবার ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল চিলি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।