ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

ফাইনালে ফিরছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
ফাইনালে ফিরছেন ডি মারিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের জন্য সুসংবাদ। ইনজুরি কাটিয়ে চিলির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

স্বয়ং কোচ জেরার্ডো মার্টিনো এমন ইঙ্গিত দিয়েছেন।

আগামী সোমবার (২৭ জুন) টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে চিলি-আর্জেন্টিনা। নিউ জার্সিতে বাংলাদেশ সময় সকাল ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

গত বছর আর্জেন্টাইনদের কাঁদিয়ে শিরোপা উল্লাস করেছিলেন আলেক্সিস সানচেজরা। শতবর্ষী আসরে মেসি-হিগুয়েইনদের সামনে এবার প্রতিশোধ নেওয়ার হাতছানি!

পানামার বিপক্ষে (১০ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধেই ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ডি মারিয়া। এরপর থেকেই তিনি দলের বাইরে। প্রথমে তো টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিল।

কিন্তু সেমিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডি মারিয়াকে স্কোয়াডে রেখে তার খেলার সামর্থ্যের জানান দেন মার্টিনো। তবে দলের অন্যতম সেরা অস্ত্রকে মাঠে না নামিয়ে বিশ্রামে রাখেন আলবিসেলেস্তেদের কোচ।

এক সাক্ষাৎকারে মার্টিনো বলেন, ‘শারীরিক দিক থেকে গাইতানের চেয়ে ভালো অবস্থানে ডি মারিয়া।  সে সেমিফাইনালে খেলার জন্য প্রস্তুত ছিল। গাইতান এখনো পুরোপুরি ফিট নয় এবং আমি জানি না সে ফাইনালের আগে সুস্থ হতে পারবে কিনা। ’ প্রসঙ্গত, ভেনেজুয়েলার বিপক্ষে (৪-১) কোয়ার্টার ফাইনালে ইনজুরি আক্রান্ত হন অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস গাইতান।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।