ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে যারা গ্যারেথ বেল, আলভারো মোরাতা, দিমিত্রি পায়েত ও ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ। চূড়ান্ত হয়ে গেছে নকআউট পর্বের (শেষ ষোলো) লাইনআপ।

একদিক থেকে ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে গ্যারেথ বেলের সামনে।

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে ওয়েলস তারকা। বেলের সমান ৩টি গোল করে সমানতালে লড়ছেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।

এক নজরে গ্রুপ স্টেজের গোলস্কোরার তালিকা:

গ্যারেথ বেল (ওয়েলস) - গোল: ৩টি, অ্যাসিস্ট: ০

আলভারো মোরাতা (স্পেন) - গোল: ৩, অ্যাসিস্ট: ০

দিমিত্রি পায়েত (ফ্রান্স) - গোল: ২, অ্যাসিস্ট: ১

ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) - গোল: ২, অ্যাসিস্ট: ১

ইভান পেরিসিক (ক্রোয়েশিয়া) - গোল: ২, অ্যাসিস্ট: ১

রোমেলু লুকাকু (বেলজিয়াম) - গোল: ২, অ্যাসিস্ট: ০

বোজডান স্ট্যানকু (রোমানিয়া) - গোল: ২, অ্যাসিস্ট: ০

নানি (পর্তুগাল) - গোল: ২, অ্যাসিস্ট: ০

বালাজ জুডজসাক (হাঙ্গেরি) - গোল: ২, অ্যাসিস্ট: ০

অ্যারন রামসি (ইংল্যান্ড) - গোল: ১, অ্যাসিস্ট: ০

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।