ঢাকা, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩১, ২৯ অক্টোবর ২০২৪, ২৫ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

রদ্রিগেজের রিয়াল ছাড়ার প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
রদ্রিগেজের রিয়াল ছাড়ার প্রস্তুতি ছবি: সংগৃহীত

ঢাকা: জেমস রদ্রিগেজকে ওল্ড ট্রাফোর্ডে চান হোসে মরিনহো। এমন গুঞ্জনে বাড়তি হাওয়া লাগালেন কলম্বিয়ান মিডফিল্ডার নিজেই।

ম্যানচেস্টারে নাকি বাড়ির সন্ধানে নেমেছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী।

তবে কী সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন রদ্রিগেজ! অবশ্য সবই এখনো গুজবের ছায়াতলে। সাম্প্রতিক সময়ে স্প্যানিশ জায়ান্টরা কলম্বিয়ান তারকাকে ছেড়ে দেওয়ার একটা আভাস দিয়েছিল। স্বয়ং কোচ জিনেদিন জিদানই নাকি রদ্রিগেজের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেন।

জানা যায়, রদ্রিগেজ তার মাদ্রিদের বাড়িটি ভাড়া দিতে চান এবং ম্যানচেস্টারে মরিনহো যেখানে থাকেন একই জায়গায় বাসা খুঁজছেন। শুধু তাই নয়, ২০১৫-১৬ মৌসুম শেষে রেড ডেভিলসদের কোচের দায়িত্ব নেওয়া মরিনহো ও রদ্রিগেজের এজেন্ট একজন। জর্জ মেন্ডেজ। যিনি ২৪ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারকে ইংল্যান্ডে ভাগিয়ে আনার আলোচনা চালাচ্ছেন।

শেষ পর্যন্ত রদ্রিগেজের ম্যানইউতে যোগ দেওয়া হবে কিনা তা সময়েই বলে দেবে। সবশেষ শতবর্ষী কোপা আমেরিকার সেমিফাইনালে চিলির কাছে হেরে বিদায় নিয়েছে রদ্রিগেজের কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।