ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

অভাবী শিশুদের পাশে পগবা-ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
অভাবী শিশুদের পাশে পগবা-ওজিল ছবি: সংগৃহীত

ঢাকা: দাতব্য কাজের জন্য বহুবার প্রশংসিত হয়েছেন মেসুত ওজিল। দু’বছর আগে ব্রাজিল বিশ্বকাপে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন জার্মান তারকা।

এবার ইউরো চলাকালীন মাঠের বাইরের মহৎ কাজটিই অব্যাহত রেখেছেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

ক্যারিয়ার জুড়েই সমাজসেবামূলক অনেক কাজের সঙ্গে জড়িত ওজিল। সবশেষ তিনি ১১ জন আফ্রিকান শিশুদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন। ‘BigShoe11’ নামক প্রচারণায় জুভেন্টাসের ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবাকেও পাশে পেয়েছেন। দু’জন মিলে ২২ জন অভাবী শিশুর চিকিৎসা খরচ দিয়েছেন।

নিজের অফিসিয়াল টুইটার পেজে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ওজিল, ‘মেডিকেল টিম সফলভাবে ২২ জন শিশুর অপারেশন করেছে। তাদেরকে সহায়তা করার সুযোগ পাওয়ায় আমি গর্বিত। ’

এসব শিশুদের সঙ্গে সময় কাটানোর ভিডিও পোস্ট করেন ওজিল ও পগবা। ওজিল যোগ করেন, ‘এর অংশ হতে পেরে আমি খুশি। ইউরো চলাকালীন আমি অভাবী শিশুদের সার্জারির সব খরচ পরিশোধ করবো। এটাই আমার ইলেভেন। এটাই আমার প্রিয় টিম। ’

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।