ঢাকা: বড় ধরনের অস্বস্তির মুখে পড়তে যাচ্ছেন গ্যারেথ বেল। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে ভোটের মাধ্যমে ব্রিটিশরা ভাগ হয়ে যাওয়ায় রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ প্রিমিয়ার লিগে ভবিষ্যত নিয়ে টানাপোড়ন শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে দামি এ তারকার।
স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র নিয়ম অনুযায়ী কোনো দল তিন জনের বেশি ইউরোপের বাইরের ফুটবলারকে নিতে পারবে না। আর ওয়েলস স্ট্রাইকার বেল ব্রিটিশ হওয়ায়, তিনি এখন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের ফুটবলার।
এদিকে রিয়ালে ইতোমধ্যে তিনজন নন-ইউরোপিয়ান ইউনিয়ন ফুটবলার রয়েছেন। তারা হলেন জেমস রদ্রিগেজ, দানিলো ও ক্যাসিমিরো।
স্প্যানিশ জায়ান্ট দলটি সম্প্রতি বেলের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তির ব্যাপারে আলোচনায় বসতে যাচ্ছিল। তবে এমন ঘটনায় এখন তার সান্থিয়াগো ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়েছে।
বেল ২০১০ সালে ইংলিশ ক্লাব টটেনহাম ছেড়ে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোয় রিয়ালে পাড়ি দেন। লস ব্লাঙ্কসদের হয়ে তিনি দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২৫ জুন, ২০১৬
এমএমএস