ঢাকা, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩১, ২৯ অক্টোবর ২০২৪, ২৫ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোপার তৃতীয় কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোপার তৃতীয় কলম্বিয়া ছবি:সংগৃহীত

ঢাকা: কার্লোস বাক্কার একমাত্র গোলে যুক্তরাষ্ট্রকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে কলম্বিয়া। আর টুর্নামেন্ট আয়োজন করে বেশ সুনাম কুঁড়ানো মার্কিনিদের চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।

নিয়মরক্ষার ম্যাচের রোববার (২৬ জুন) অ্যারিজোনার উইনিভার্সিটি অব ফনেক্স স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। তবে সেমিফাইনালে চিলির বিপক্ষে বাজে ভাবে হারা কলম্বিয়া এদিন সহজ জয়ই তুলে নেয়। আর ২০০১ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই কলম্বিয়ান সেরা পারফরম্যান্স হলো।

ম্যাচের ৩১ মিনিটে একমাত্র গোলটি সম্পন্ন হয়। অধিনায়ক জেমস রদ্রিগেজের থ্রো থেকে দুর্দান্ত গোলটি করেন বাক্কা। জাতীয় দলের হয়ে এটি তার ১৩তম গোল।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে পেকারম্যানের শিষ্যরা। এর আগে গ্রুপ পর্বে এই যুক্তরাষ্ট্রকেই ২-০ গোলে হারিয়ে সূচনা করেছিলো কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ২৬ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।