ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

গ্রিজম্যানের জোড়া গোলে কোয়ার্টারে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
গ্রিজম্যানের জোড়া গোলে কোয়ার্টারে ফ্রান্স

ঢাকা: চলমান ইউরো কাপের নকআউট পর্বে জয় পেয়েছে স্বাগতিক ফ্রান্স। পিছিয়ে পড়েও আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছি ফরাসিরা।

ফলে, নকআউট পর্ব থেকেই বিদায় নিল আইরিশরা।

রোববার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় পার্ক অলিম্পিক লিওনাইস স্টেডিয়ামে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক ফ্রান্স।

আয়ারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন রবি ব্রাডি আর ফরাসিদের হয়ে দুটি গোলই করেন অ্যান্তোনিও গ্রিজম্যান।

নিজেদের মাটিতে ১৯৬০ সালের পর অপরাজিত থাকা ফরাসিদের ম্যাচের দ্বিতীয় মিনিটেই শঙ্কা পেয়ে বসে। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে দুইবারের ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্সকে পিছিয়ে দেন আয়ারল্যান্ডের রবি ব্রাডি। বাছাইপর্বে জার্মানি ও গ্রুপপর্বে ইতালিকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে নামা আইরিশরা ১-০ গোলে এগিয়ে যায়।

বিরতির আগে গোল শোধে মরিয়া হয়ে উঠে স্বাগতিক তারকারা। প্যাট্রিক এভরা, সাঙ্গা, পল পগবা, মাতুইদি, অ্যান্তোনিও গ্রিজম্যান, অলিভার জিরুদ আর পায়েতের দুর্দান্ত সব আক্রমণে দিশেহারা হলেও নিজেদের রক্ষণভাগে চিড় ধরাতে দেয়নি আয়ারল্যান্ড। ফলে, ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোলম্যান, ড্যাফি, ওয়ার্ড, ব্রাডিরা।

গ্রুপপর্বে দুই জয় আর এক ড্রয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে আসা দিদিয়ের দেশমের ফ্রান্স বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়ায়। তবে, কম যায়নি ২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের কাছে বিতর্কিত গোলে হেরে চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ হয়ে যাওয়া গ্রিন আর্মিরা।

ফ্রান্সকে ম্যাচের ৫৭ মিনিটের মাথায় সমতায় ফেরান অ্যাতলেতিকো মাদ্রিদের গোলমেশিন অ্যান্তোনিও গ্রিজম্যান। সাঙ্গার দারুণ এক অ্যাসিস্ট থেকে লাফিয়ে হেড করে আইরিশদের জালে বল জড়ান গ্রিজম্যান (১-১)। এর চার মিনিট পর ফ্রান্সকে প্রথমবারের মতো লিড এনে দেন সেই গ্রিজম্যানই। অলিভার জিরুদের সহায়তায় প্রতিপক্ষের ডি-বক্সে বল পেয়ে বামপায়ের জোরালো শট নেন তিনি। তাতে আইরিশদের হতাশ করে ২-১ গোলে এগিয়ে যায় ফরাসিরা।

ম্যাচের ৬৬ মিনিটের মাথায় নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয় ফ্রান্সের, সঙ্গে নিজের হ্যাটট্রিকও বঞ্চিত হন গ্রিজম্যান। বল নিয়ে আয়ারল্যান্ড সীমানায় প্রবেশের ঠিক আগ মুহূর্তে শেন ড্যাফি গ্রিজম্যানকে অবৈধভাবে বাধা দেন। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বাধাটি খুব একটা অন্যায় ছিল না। রেফারির সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ড্যাফিকে। ফলে, দশজনের দলে পরিণত হয় আইরিশরা।

তবে, ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে আইরিশদের বিদায় করে শেষ আটের টিকিট নিশ্চিত করে জিনেদিন জিদানের উত্তরসূরিরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৬ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।