ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের মেডিকেল সারতে তুরিনে আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জুভেন্টাসের মেডিকেল সারতে তুরিনে আলভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা থেকে দীর্ঘ অপেক্ষিত জুভেন্টাসে পাড়ি জমানোর লক্ষ্যে তুরিনে পা রেখেছেন দানি আলভেজ। সোমবার (২৭ জুন) তার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

সব ঠিক থাকলে আগামী মৌসুমে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জার্সি গায়ে মাঠে নামবেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক।

 

চলতি মাসের শুরুর দিকে মৌসুম শেষে আলভেজের বার্সা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি রবার্তো ফার্নান্দেজ। তাকে দলে ভেড়ানোর দৌড়ে জুভিদের নামটাই জোরেশোরে শোনা যাচ্ছিল। সেটিই এখন বাস্ততে রূপ নেওয়ার অপেক্ষায়। এখন কেবল অফিসিয়াল ঘোষণাটাই বাকি!

২০০৮ সালে বার্সায় যোগ দেওয়ার পর ট্রফিময় ক্যারিয়ার উপভোগ করেন আলভেজ। কাতালানদের হয়ে ছয়টি লা লিগা ও চারটি কোপা দেল রের পাশাপাশি তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঁচিয়ে ধরেন ৩৩ বছর বয়সী এ অভিজ্ঞ ডিফেন্ডার।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে আলভেজের তুরিনে আগমনের একটি ছবি পোস্ট করে জুভেন্টাস। ক্যাপশনে লেখা, ‘দেখ তুরিনে কে এসেছে। ওয়েলকাম দানি আলভেজ। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।