ঢাকা: বড়রা যেটা পারেনি সেটিই করে দেখিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ দল। সিনিয়রদের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের মধুর প্রতিশোধই নিয়েছে অ্যাতলেতিকো যুবারা।
অবিস্মরণী একটি মৌসুম পার করেছে অ্যাতলেতিকো অ-১৯ টিম। লা লিগার পর এবার এলো কোপা দেল রের ট্রফি। নব্বই মিনিটের খেলা ৩-৩ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে ম্যাচ নিষ্পত্তি হয়।
প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে এক্সট্রা টাইমের ছয় মিনিটের মাথায় অ্যাতলেতিকো যুব দলের হয়ে জয়সূচক গোল উল্লাসে মাতেন অস্কার ফার্নান্দেজ। তার আগে আন্দ্রেস সোলানোর নৈপুণ্যে রিয়ালের ম্যাচ জেতার স্বপ্ন ভেস্তে যায়।
প্রথমার্ধে লস ব্লাঙ্কসদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিন্তু, দ্বিতীয়ার্ধে তা ধরে রাখতে পারেননি সান্তিয়াগো সোলারির শিষ্যরা। ৫১ ও ৮১ মিনিটের গোলে দলকে দুর্দান্তভাবে ম্যাচ ফেরান টনি মোয়ার। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে রোনালদো-বেল-বেনজেমাদের উত্তরসূরিদের হতাশাতেই ডোবায় অ্যাতলেতিকো যুব দল।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এমআরএম