ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

হাড্ডাডাড্ডি লড়াইয়ের অপেক্ষায় জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
হাড্ডাডাড্ডি লড়াইয়ের অপেক্ষায় জায়ান্টরা

ঢাকা: যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চিলির টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত হয়ে গেলেও বিশ্ব ফুটবলের উত্তেজনার এতটুকু কমতি হয়নি। ফ্রান্সের মাটিতে চলছে উয়েফা ইউরো-২০১৬ হাড্ডাডাড্ডি লড়াই।

এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালের আটটি দল।

 

বিশ্ব ফুটবলের সঙ্গে তাল রেখে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে ইউরোর জায়ান্ট দেশগুলোর দিকে। শেষ আটের টিকিট নিশ্চিত করা দলগুলো হলো স্বাগতিক ফ্রান্স, পর্তুগাল, পোল্যান্ড, ওয়েলস, বেলজিয়াম, ইতালি, আইসল্যান্ড ও জার্মানি।

গতবারের রানার্স আপ ইতালির বিপক্ষে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। টানা তৃতীয়বার শিরোপা জিততে পারলো না স্প্যানিশরা। তারপরও ফুটবল রোমাঞ্চের এতটুকু কমতি হবেনা। কারণ, কোয়ার্টার ফাইনালের মঞ্চে হাইভোল্টেজ ম্যাচে লড়বে ইতালি আর বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। স্লোভাকিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে জার্মানরা।

এদিকে, ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে লড়তে হবে রবার্ট লেভানোডফস্কির পোল্যান্ডের বিপক্ষে। নকআউটে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে দেয় পর্তুগিজরা। আর টাইব্রেকারে গড়ানো ম্যাচে সুইজারল্যান্ডকে হারায় পোলিশরা।

বিশ্ব ফুটবলের দুই নম্বর দল বেলজিয়ামকে খেলতে হবে রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে। দুর্দান্ত খেলে আসা ওয়েলস নকআউটে ১-০ গোলে হারিয়ে দেয় নর্দান আয়ারল্যান্ডকে। আর হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় এডেন হ্যাজার্ড-ডি ব্রুইনরা।

অপর কোয়ার্টারে মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স আর আইসল্যান্ড। ফরাসিরা নকআউটে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। আর চমক দেখিয়ে আইসল্যান্ড ওয়েইন রুনির ইংল্যান্ডকে বিদায় করে ২-১ গোলে জয় তুলে নেয়।

কোয়ার্টার ফাইনালের সূচি:
প্রথম কোয়ার্টার ফাইনালে আগামী ৩০ জুন দিবাগত রাত একটায় (০১ জুলাই) মার্শেইতে পোল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল। লিলে ০১ জুলাই দিবাগত রাত একটায় (২ জুলাই) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ওয়েলস ও বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ০২ জুলাই দিবাগত রাত একটায় (০৩ জুলাই) ইতালির বিপক্ষে লড়বে জার্মানি। সেন্ট ডেনিসে শেষ কোয়ার্টার ফাইনালে ০৩ জুলাই দিবাগত রাত একটায় (০৪ জুলাই) স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ আইসল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২৮ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।