ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার ফুটবল প্রধানের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আর্জেন্টিনার ফুটবল প্রধানের পদত্যাগ এএফএ প্রেসিডেন্ট লুইস সিগুরা/ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের খবরে গোটা ফুটবল বিশ্বই এখন টালমাটাল! এরই মাঝে এবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন লুইস সিগুরা।

২০১৪ সালের জুলাইয়ে হুলিও গ্রন্দনার মৃত্যুর পর থেকেই এএফএ প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন সিগুরা।

জানা যায়, সোমবার (২৭ জুন) সংস্থাটির প্রধ‍ান কার্যালয়ে থাক‍া অবস্থায় ভবনে বোমা হুমকির পর নাকি সেখান থেকে চলে যান তিনি।

আর্জেন্টিনার দৈনিক ‘ক্ল্যারিন’র বরাত দিয়ে ‘গোল ডট কম’ বলছে, কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই পদত্যাগের চিঠি দিয়েছেন সিগুরা এবং ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার আগে তিনি আর ফিরবেন না।

কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসি সহ দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অবসরের খবরে এমনিতেই স্বস্তিতে নেই এএফএ। তার ওপর সিগুরার পদত্যাগ একটি বড় ধাক্কাই বটে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন ড্যামিয়ান ডুপুইলিয়েট।

এদিকে, আর্জেন্টিনার জুডিশিয়াল কর্তৃপক্ষ ৩০ জুনের এএফএ প্রেসিডেন্ট নির্বাচন আটকে দিতে পারে বলে জানা গেছে। সব মিলিয়ে আর্জেন্টিনার ফুটবল এক কঠিন সময়ের মধ্য দিয়েই যাচ্ছে!

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।