ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

থ্রি-লায়ন্সদের কোচ ‘বিগ স্যাম’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
থ্রি-লায়ন্সদের কোচ ‘বিগ স্যাম’

ঢাকা: ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন ‘বিগ স্যাম’ খ্যাত ৬১ বছর বয়সী স্যাম অ্যালারডাইস। ইংলিশ সাবেক এই তারকা ডিফেন্ডার রয় হজসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সম্প্রতি শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে রয় হজসনের শিষ্যরা শেষ ষোলো থেকে বিদায় নেন। আসরে চমক দেখানো আইসল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে ইউরো থেকে ছিটকে পড়ে ওয়েইন রুনি-রাহিম স্টারলিং-জেমি ভার্ডিরা। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন থ্রি-লায়ন্সদের কোচ রয় হজসন।

গত কয়েকদিন ধরেই বাতাসে খবর ভেসে বেড়ায় ইংলিশ প্রিমিয়ারের দল সান্ডারল্যান্ডের দায়িত্বে থাকা অ্যালারডাইস ইংল্যান্ডের কোচ হতে পারেন। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা না দিলেও এক রকম নিশ্চিত থ্রি লায়ন্সদের কোচ হিসেবে যোগ দিচ্ছেন ক্লাবের হয়ে ৫৭৮ ম্যাচ খেলা স্যাম অ্যালারডাইস।

এর আগে ওয়েস্টহ্যাম, নিউক্যাসল ইউনাইটেডের মতো দলকে কোচিং করিয়েছেন স্যাম অ্যালারডাইস। ২০১৫ সালের অক্টোবরে ওয়েস্টহ্যাম থেকে সান্ডারল্যান্ডে যোগ দেন অ্যালারডাইস।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।