ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

স্পেনের নতুন কোচ জুলিয়ান লোপেতেগুই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
স্পেনের নতুন কোচ জুলিয়ান লোপেতেগুই

ঢাকা: স্পেন জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন জুলিয়ান লোপেতেগুই। যার হাত ধরে নিজেদের ফুটবল ইতিহাসে একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্প্যানিশরা সেই ভিসেন্তে দেল বস্কের স্থলাভিষিক্ত হলেন ৪৯ বছর বয়সী স্প্যানিশ সাবেক গোলরক্ষক লোপেতেগুই।

ইউরোর নকআউট পর্বে ইতালির কাছে হেরে ইনিয়েস্তাদের হ্যাটট্রিক শিরোপার স্বপ্নটা হতাশায় রূপ নেয়। তাই একরাশ আক্ষেপ নিয়েই আট বছরের স্পেন অধ্যায়ের ইতি টানেন দেল বস্ক। এরপর থেকেই শুরু হয় নতুন কোচ খোঁজার মিশন।

তবে, দেল বস্ক নিজেই চেয়েছিলেন তার স্থলাভিষিক্ত করা হোক পেপ গার্দিওলাকে। বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখকে কোচিং করানো গার্দিওলাকেই স্পেনের সাবেক কোচ পছন্দের কাতারে সামনে রেখেছিলেন দেল বস্ক।

লোপেতেগুই রিয়াল মাদ্রিদ (একটি ম্যাচ) ও বার্সেলোনায় (৫টি ম্যাচ) খেলেছিলেন। নিজের ফুটবল ক্যারিয়ারে বেশিরভাগ ম্যাচ খেলেছেন স্পেনের ক্লাব দেপোরতিভো লোগরেনেসের হয়ে। এছাড়া, রায়োভায়েকানোর হয়েও খেলেছেন ক্যারিয়ারের অনেক ম্যাচ।

লা রোজাদের হয়ে নতুন নিয়োগ পাওয়া লোপেতেগুই স্পেনের জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালে দায়িত্ব পেয়েছিলেন। তবে, সেবার মাত্র একটি ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া হয়েছেন। এছাড়া, দেশটির অনূর্ধ্ব-১৭, ১৯, ২০ আর ২১ দলকে কোচিং করিয়েছেন তিনি। ছিলেন রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের কোচ। সবশেষ পোর্তোর কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

২০০৮ সালে স্পেনকে ইউরো জেতানো লুইস অ্যারাগোনের স্থলাভিষিক্ত হয়েছিলেন দেল বস্ক। তার অধীনে ২০১০ ওয়ার্ল্ডকাপে নতুন চ্যাম্পিয়ন দেখে ফুটবল বিশ্ব। দু’বছর পর ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফিটাও নিজেদের দখলে রেখে দেয় তারা। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার পর ফ্রান্সের মাটিতে ২০১৬ ইউরোতেও দুঃস্বপ্ন সঙ্গী করেই দেশে ফিরতে হয় স্প্যানিশদের।

স্পেনের সামনে এবার নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।