ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

জ্বলে উঠার প্রত্যয়ে শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
জ্বলে উঠার প্রত্যয়ে শেখ রাসেল ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের মৌসুমের শুরু থেকেই জয় খরা চলছে শেখ রাসেল ক্রীড়া চক্র শিবিরে। বাজে রেফারিং আর ভাগ্যকে পাশে না পাওয়ার কারণে এখন পর্যন্ত জয়ের স্বাদ নিতে পারেনি শেখ রাসেল।

সেই জয় খরা কাটাতেই নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামছে রয়্যাল ব্লুজরা। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরের শুরুটা মোটেও ভাল করতে পারেনি বিগ বাজেটের দল শেখ রাসেল ক্রীড়া চক্র। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে হেরে পয়েন্ট শূন্য থেকেই প্রথম দুই রাউন্ডের খেলা শেষ করেছে কোচ মারুফুল হকের শিষ্যরা।  
 
তাই এই ম্যাচের আগে গেল দুই ম্যাচে হারের দুঃখ ভুলে ঘুরে দাঁড়াতে চাইছেন শেখ রাসেল কোচ মারুফুল হক, ‘প্রথম দুইটি ম্যাচ আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। ক্লাব ও ক্লাবের প্লেয়ারদের মান অনুযায়ী পর পর দুইটা মধ্যম সারির দলের সাথে হারা ফুটবল ইতিহাসে খুব কমই। তাই আমরা ভাবছি এই ম্যাচটি জিততে। কেননা এর আগে চট্টগ্রাম আবাহনীর সাথে দু্টি ম্যাচের দুটিতেই ড্র করেছি। লিগে আরও ২০টি ম্যাচ বাকি আছে। আশা করি এই ম্যাচে আমরা জিতবো। ’

এদিকে মৌসুমের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র’র পর  নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে কাঙ্খিত জয় তুলে নিয়েছে চট্টগ্রাম আবাহনী।
 
আর দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় ম্যাচেও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে জয় পেতে বদ্ধ পরিকর স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। তবে, ছেড়ে কথা বলবে না ফেডারেশন কাপের সেমি-ফাইনালিস্ট শেখ রাসেল।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।