ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর সঙ্গে গিগসের হাতাহাতি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
রোনালদোর সঙ্গে গিগসের হাতাহাতি!

ঢাকা: ঘটনাটি বেশ পুরোনো হলেও নতুন করে এক টুইটে চ্যাঞ্চল্যকর এই তথ্য উঠে এলো। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাকালীন সকালের নাস্তা ও কোক (পানীয়) নিয়ে প্রবেশ করলে রায়ান গিগস তাকে ধাক্কা মারেন।

পরে হাতাহাতির ঘটনা ঘটে দু’জনের মধ্যে।

 

এমনই এক তথ্য দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবলার জান আগ জোরটফ্ট। যদিও সেই ঘটনার সময় তিনিও নাকি উপস্থিত ছিলেন না। তবে তার বন্ধু ম্যানইউ’র এক সময়ের ফুটবলার ওলে গানার স্লোস্কজারের থেকে শুনেছেন তিনি।

পর্তুগিজ উইঙ্গার রোনালদো ১৮ বছর বয়সে রেড ডেভিলসে যোগ দিয়েছিলেন। আর সে সময় গিগস ছিলেন দলের সিনিয়র তারকা। অনেকের মতে রোনালদোর হাতে থাকা সেই পানীয় হয়ত গিগসের পছন্দ হয়নি অথবা পানীয়তে অন্য কিছু আছে এমন সন্দেহের কারণে ধাক্কা মেরেছিলেন তিনি।

জোরটফ্ট তার টুইটে জানান, ‘স্লোস্কজার বলে-রোনালদো সকালের নাস্তা ও কোক হাতে নিয়ে প্রবেশ করে। এমন সময় গিগস তাকে দেওয়ালের দিকে ধাক্কা দেয়। আর বলে, এমন কাজ আর কখনও করবে না।

এদিকে জোরটফ্টের এমন মন্তব্যের পর অবশ্য কোন মতামত দেননি গিগস বা রোনালদো। সিআর সেভেন বর্তমানে ব্যক্তিগত জিম ও অনুশীলনে ব্যস্ত রয়েছেন। ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের প্রথম লা লিগা ম্যাচে অনিশ্চিত তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।