ময়মনসিংহ: হঠাৎ করেই চটে গেলেন সাইফ গ্লোবাল স্পোর্টসের চীফ কো-অর্ডিনেটর শাকিল আহমেদ। আর তাকে ক্ষেপিয়ে দিলেন একজন ভলান্টিয়ার।
শনিবার (০৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ভলান্টিয়ারকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন সাইফ গ্লোবাল স্পোর্টসের এই কর্মকর্তা।
এ সময় মাঠে থাকা অন্যান্য কর্মকর্তারা এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকায় শেষতক মাঠ ছাড়তে হয় ওই ভলান্টিয়ারকে।
দেখা গেছে, ম্যাচ চলাকালীন সময়ে মাঠে প্রবেশ করেন সাইফ গ্লোবাল স্পোর্টসের চীফ কো-অর্ডিনেটর শাকিল আহমেদ। এ সময় তাকে না চেনায় এক ভলান্টিয়ার তার প্রবেশে বাঁধা দেন। সেই বাধা উপেক্ষা করে তিনি মাঠে প্রবেশ করলেও সেই ভলান্টিয়ার তাকে বার বার মাঠ থেকে বেরিয়ে যেতে অনুরোধ করেন।
আর এতেই চটে গিয়ে খেই হারিয়ে ফেলেন শাকিল। এ সময় উত্তেজিত এ কর্মকর্তাকে শান্ত করতে অন্যান্যরা এগিয়ে এলেও নিজের রাগ আর সামাল দিতে পারেননি তিনি। বার বার ওই ভলান্টিয়ারকে বলতে থাকেন ‘তুমি আমাকে চেনো না। তুমি মাঠ থেকে বেরিয়ে যাও। ’ এ সময় তিনি কোনো একজনকে নিজের মুঠোফোন থেকে ফোন করেন।
ভলান্টিয়ারও নাছোড়বান্দা। নির্দেশনা পেয়েও মাঠ থেকে বেরিয়ে না যাওয়ায় আরো ক্ষেপে যান শাকিল। পরে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়।
পুরো ঘটনা বাংলানিউজের এ প্রতিবেদক নিজ চোখে পর্যবেক্ষণের পর কথা বলেন শাকিল আহমেদের সঙ্গে। তখন তিনি বলেন, ‘আরে ওইটা কিছু না। সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। ’
এরপর ওই ভলান্টিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের নাম প্রকাশ করেননি। তবে এ বিষয়ে বলেন, আমাদের নির্দেশনা দেয়া হয়েছিল কার্ড ছাড়া কেউ মাঠে প্রবেশ করতে পারবেন না। ওই ব্যক্তির সঙ্গে কোন কার্ড ছিল না। তাই তাকে মাঠ থেকে বেরিয়ে যেতে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি ক্ষেপে গিয়ে আমাকেই মাঠ থেকে বের করে দিয়েছেন। ’
এ ঘটনা দেখে অনেকেই বলছেন, বিপিএল’র শুরু থেকে এখন পর্যন্ত প্রায় সব সেক্টরে সমন্বয়হীনতা প্রকট। অনভিজ্ঞ, আনাড়ি ভলান্টিয়ারদেরও নিয়োগ দেয়া হয়েছে। আর এ ভলান্টিয়ারের দল খোদ কর্মকর্তাদেরই চেনে না। এসব ঘটনা দেখে মুখ টিপে হাসতে দেখা যায় কাউকে কাউকে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৬
এমআরপি