ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোদের দাপটে টিকতে পারছেন না দর্শক!

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
রোদের দাপটে টিকতে পারছেন না দর্শক! ছবি: অনিক খান

রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাবের মধ্যকার ম্যাচের শুরুতেই ছিল রোদের দাপট। তীব্র খরতাপে স্টেডিয়ামের পূর্ব পাশের সাধারণ গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল কম।

তবে পশ্চিম দিকের ভিআইপি গ্যালারি ছিল ফুটবলপ্রেমী দর্শকে ঠাসা।

অসহ্য গরমে অনেক দর্শকই মাঠ ছাড়তে চাচ্ছেন ঠিক এমন সময়েই মুখ ভারী করে আকাশ। সবাই ধরে নেন হয়তো বিপিএল’র দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচেই রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সবুজ দুর্বা ঘাস ভিজে উঠবে বৃষ্টিতে। অসহনীয় তাপদাহে স্বস্তি পাবেন দর্শক থেকে শুরু করে ফুটবলাররাও।

কিন্তু আবারো প্রকৃতির হেয়ালীপনা। দু’এক ফোটা মিহি বৃষ্টির পর আবারো কড়া রোদ। স্বচ্ছ পরিচ্ছন্ন আকাশ ঝলমলে হয়ে উঠে। ময়মনসিংহে গোলশূন্য উদ্বোধনী ম্যাচে দর্শকরা হতাশ হলেও দ্বিতীয় ম্যাচে ভাগ্য দেবীর বিড়ম্বনায় অনেক সুযোগ আর দুরন্ত ফুটবল উপহার দিয়েও হার মেনে নিতে হয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এদিন ২-০ গোলে পরাজিত হয় দলটি।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল কোনো গোল না পেলেও গোটা স্টেডিয়ামে উপচে পড়েছিল দর্শক। ছিল না তিল পরিমান জায়গা। কিন্তু ঠিক পরের ম্যাচেই পাল্টে যায় দৃশ্যপট। এদিন ক্রীড়ামোদী দর্শকরা স্টেডিয়ামমুখী হলেও রোদের তেজ আর গরমের দাপটে টিকতে পারেননি মাঠে।

আর এজন্য তারা কঠোর সমালোচনা করেছেন আয়োজকদের। একখানা চেয়ার আর প্যান্ডেল দিয়ে জেলা ক্রীড়া সংস্থা ভিআইপি গ্যালারি বলে চালিয়ে দিলেও রোদের যন্ত্রণায় সাধারণ গ্যালারিতে বসে থাকাই ছিল বড় চ্যালেঞ্জ।

উদ্বোধনী ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর বিকল্প কোচ পনিরুজ্জামান পনিরও একই রকম মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, গরমের জন্যই আমরা ভালো খেলতে পারিনি। ময়মনসিংহ পর্বের ম্যাচসমূহ বিকেল ৫ টা থেকে অনুষ্ঠিত হলে রোদের দাপট কমতো। ’

আর কথিত ভিআইপি গ্যালারিতে ফুটবলপ্রেমী কিশোর-তরুণরা এদিনও ভুভুজেলা বাজিয়ে কান ঝালাপালা করে দিয়েছেন সবার। ভুভুজেলা সঙ্গে নিয়ে আসা আলামিন নামের এক তরুণ বলেন, ‘নিজেদের ঘরের মাঠে এতো বড় আসর হচ্ছে। ভুভুজেলা ছাড়া তো ফুটবল জমে না। ’

দেশের ঘরোয়া ফুটবলের জায়ান্ট ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের সমর্থকদের এদিন হতাশ হতে হয়েছে। তাদের কণ্ঠেও ছিল আক্ষেপের সুর। তাদেরই একজন রকিবুল ইসলাম। বেসরকারি প্রতিষ্ঠানের এ চাকুরে বলেন, ‘শেখ রাসেল ভালো খেলেছে। শুরু থেকেই তারা আক্রমণে গেছে। কিন্তু তাদের দু’টি শট পোস্টে লেগে ফিরে না এলে ম্যাচের রংই বদলে যেতো। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।