ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

গোলরক্ষকের অজুহাত জোসি’র, হতাশ নন সেন্টু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
গোলরক্ষকের অজুহাত জোসি’র, হতাশ নন সেন্টু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে দুই গোল খাওয়ার জন্য গোলরক্ষককে দোষারোপ করলেন মোহামেডানের কোচ জসিম উদ্দিন জোসি। আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু ড্র করেও হতাশ নন।

 

শনিবার (১৩ আগস্ট) বিকেলে ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এমন অভিমতের কথা জানান দু’ কোচ।

মোহামেডানের কোচ জসিম উদ্দিন জোসি বলেন, আমার মূল গোলরক্ষক অসুস্থ। এ কারণে আমাদের ভুগতে হচ্ছে। যেসব ছেলেদের নিয়ে খেলছি, তারা অনেকটাই খেলা বাইরে ছিল।

সবুজের প্রশংসা করে কোচ বলেন, সবুজ দলকে অনেক দিয়েছে। ২ ম্যাচে ৩ গোল করেছে। তবে, টেকনিক্যাল কারণে ওকে আমরা দ্বিতীয়ার্ধে উঠিয়ে নিয়েছি। বার বার এগিয়ে থেকেও ড্র করায় হতাশ এ কোচ বলেন, ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আমি মোটেও সন্তুষ্ট না।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বলেন, আমি এ খেলায় মোটেও হতাশ না। শীর্ষে থাকতে হলে এসব ম্যাচ জিততে হবে। আমরা অনেক সুযোগ পেয়েছি। এগুলো কাজে লাগাতে পারলে ঠিকই জিততাম।

হ্যান্ডবলে পেনাল্টির সুযোগে গোল করে প্রতিপক্ষ ম্যাচ ছিনিয়ে নেয়। এ বিষয়ে তিনি বলেন, আমার ছাত্র ইচ্ছে করে হ্যান্ডবল করেনি। অপ্রত্যাশিতভাবেই ওর হাত বলে লেগে গেছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগষ্ট ১৩, ২০১৬
এমএএএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।