ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা জয়ের ম্যাচে শেখ রাসেলের সামনে টারটোনোস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
শিরোপা জয়ের ম্যাচে শেখ রাসেলের সামনে টারটোনোস ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চ্যাম্পিয়নের মুকুট জিততে এসিসি ২০১৭ প্লে অফের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভূটান ক্লাব টারটোনোস’র  বিপক্ষে মাঠে নামছে শেখ রাসেল ক্রীড়া চক্র। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে  ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।


 
জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ৬ ম্যাচের ৫টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও এসিসি ২০১৭ প্লে অফের বাছাইপর্বে নিজেদের শুরুটা আর যাই হোক হার দিয়ে করেনি শেখ রাসেল ক্রীড়া চক্র।
 
নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপে টাটুং এফসি’র বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে শুরু করেছে। আর এই ড্র’য়ে তুলে নিয়েছে সান্তনার একটি পয়েন্ট। শিরোপা জিততে হলে এবার টারটোনোসের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই কোচ মারুফুল হকের শিষ্যদের।

কেননা দুই ম্যাচে দুই ড্র’য়ে টাটুংয়ের পয়েন্ট ২। আর এক ম্যাচ শেষে ১ করে পয়েন্ট তুলে নিয়েছে শেখ রাসেল ও টারটোনোস। শেখ রাসেল যদি বৃহস্পতিবার টারটোনোসের বিপক্ষে জিততে পারে তাহলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের শেষ হাসি  হাসবে।
 
শিরোপা জয়ের একই সুযোগ থাকছে স্বাগতিক ভুটানের টারটোনোরসর সামনেও। কেননা টাটুংয়ের সাথে ড্র করায় তাদের পয়েন্টও ১। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলকে হারাতে পারলে ৪ পয়েন্ট নিয়ে শিরোপা উচ্চে তুলে ধরতে পারবে স্বাগতিকরা।
 
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।