প্রথম মৌসুমেই লিভারপুল সেরা মানে-ছবি:সংগৃহীত
প্রথম মৌসুমেই চমক দেখালেন সাইদু মানে। পুরো মৌসুমে দুর্দান্ত খেলে লিভারপুলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন এ স্ট্রাইকার। এছাড়া জেতেন আরও একটি বড় পুরস্কার ‘প্লেয়ার্স প্লেয়ার অব দ্যা সিজন’। চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি।
মানে বর্ষসেরা হওয়ায় টানা তিনবার সেরার মুকুট পড়তে পারলেন না তারই ব্রাজিলিয়ান সতীর্থ ফিলিপ কোতিনহো।
এই মৌসুমটি আরও ভালো যেতে পারতো মানের।
কিন্তু জাতীয় দল সেনেগালের হয়ে আফ্রিকা ন্যাশন কাপ ও ইনজুরি তাকে বেশ পিছিয়ে দেয়। পরে দারুণ খুশি মানে বলেন, ‘এমন সম্মান পাওয়ার জন্য আমি সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি এই ক্লাব ও শহরকে দারুণ উপভোগ করি। ’
মৌসুমের সেরা গোলদাতার পুরস্কার পান এমরি ক্যান। আর যুব খেলোয়াড়ের পুরস্কার ট্রেন্ট আলেক্সজেন্ডার-আর্নল্ডের হাতে। এছাড়া বেন উডবার্ন জেতে একাডেমি খেলোয়াড়ের পুরস্কার।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।