দুই ম্যাচে সাতবার সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান কেন। হাল সিটির বিপক্ষে ৭-১ গোলের উড়ন্ত জয়ে হ্যাটট্রিক করে লিগ মৌমুম শেষ করেন ২৩ বছর বয়সী এ উঠতি ‘গোলমেশিন’।
এ মৌসুমে ৩০ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৯ বার বল পাঠিয়েছেন কেন। হ্যাটট্রিকই করেন পাঁচবার। গতবার গোল করেছিলেন ২৫টি। গোলস্কোরিং নৈপুণ্যে ইউরোপিয়ান জায়ান্টদের নজর কেড়েছেন। আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে টানাটানি লেগে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না!
কেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী এভারটনের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। তার নামের পাশে ২৫টি গোল। ২৪ গোল নিয়ে মৌসুম শেষ করেন আর্সেনালের চিলিয়ান সেনসেশন আলেক্সিস সানচেজ। ম্যানসিটির সার্জিও আগুয়েরো ও চ্যাম্পিয়ন চেলসি তারকা দিয়েগো কস্তা দু’জনই ২০টি করে গোলের দেখা পেয়েছেন।
প্রিমিয়ার লিগ ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে দুই বা তার বেশিবার গোল্ডেন বুট জিতেছেন কেন। সর্বোচ্চ চারবার ‘সোনার জুতা’ জেতার রেকর্ড গড়েন আর্সেনাল গ্রেট থিয়েরি অঁরি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২২ মে, ২০১৭
এমআরএম