ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

কেনের দখলেই ‘গোল্ডেন বুট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মে ২২, ২০১৭
কেনের দখলেই ‘গোল্ডেন বুট’ ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কার ‘গোল্ডেন বুট’ হাতে হ্যারি কেন/ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিজের দখলেই রাখলেন হ্যারি কেন। টানা দুই মৌসুম সেরার আসনে টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড। কেনের মতোই দুর্দান্ত মৌসুম পার করেছে স্পার্সরা। লিগে দ্বিতীয় স্থানে থেকে ২০১৬-১৭ সিজন শেষ করে টটেনহাম।

দুই ম্যাচে সাতবার সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান কেন। হাল সিটির বিপক্ষে ৭-১ গোলের উড়ন্ত জয়ে হ্যাটট্রিক করে লিগ মৌমুম শেষ করেন ২৩ বছর বয়সী এ উঠতি ‘গোলমেশিন’।

তার আগে লিচেস্টার সিটির মাঠে দলের ৬-১ ব্যবধানের দাপুটে জয়ে একাই করেন চার গোল।

এ মৌসুমে ৩০ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৯ বার বল পাঠিয়েছেন কেন। হ্যাটট্রিকই করেন পাঁচবার। গতবার গোল করেছিলেন ২৫টি। গোলস্কোরিং নৈপুণ্যে ইউরোপিয়ান জায়ান্টদের নজর কেড়েছেন। আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে টানাটানি লেগে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না!

কেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী এভারটনের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। তার নামের পাশে ২৫টি গোল। ২৪ গোল নিয়ে মৌসুম শেষ করেন আর্সেনালের চিলিয়ান সেনসেশন আলেক্সিস সানচেজ। ম্যানসিটির সার্জিও আগুয়েরো ও চ্যাম্পিয়ন চেলসি তারকা দিয়েগো কস্তা দু’জনই ২০টি করে গোলের দেখা পেয়েছেন।

প্রিমিয়ার লিগ ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে দুই বা তার বেশিবার গোল্ডেন বুট জিতেছেন কেন। সর্বোচ্চ চারবার ‘সোনার জুতা’ জেতার রেকর্ড গড়েন আর্সেনাল গ্রেট থিয়েরি অঁরি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।