ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল স্কোয়াডে জিদান পুত্র এনজো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ২, ২০১৭
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল স্কোয়াডে জিদান পুত্র এনজো ছেলে এনজো ফার্নান্দেজের সঙ্গে জিনেদিন জিদান/ছবি: সংগৃহীত

জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল স্কোয়াডে ছেলে এনজো ফার্নান্দেজকে রেখেছেন জিনেদিন জিদান। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে (চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর) টানা দু’বার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের মিশনে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদ কোচ।

শনিবার (৩ জুন) কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

রিয়ালের যুব একাডেমিতে বেড়ে উঠেছেন জিদান পুত্র এনজো।

পুরো নাম এনজো অ্যালান জিদান ফার্নান্দেজ। ‘সি’ ও ‘বি’ দলের হয়ে খেলেছেন ২২ বছর বয়সী এ প্রতিভাবান মিডফিল্ডার। গত বছরের অক্টোবরে সিনিয়র টিমের ট্রেনিং সেশনে পা রাখেন। পরের মাসে কোপা দেল রে ম্যাচে অভিষেকেই গোল উদযাপন করেন। এটিই এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে তার একমাত্র ম্যাচ।

রিয়াল স্কোয়াড:
গোলরক্ষক: কেইলর নাভাস, কিকো কাসিল্লা ও রুবেন ইয়ানেজ।

ডিফেন্ডার: দানি কারভাজাল, পেপে, সার্জিও রামোস, রাফায়েল ভারান, নাচো ফার্নান্দেজ, মার্সেলো, ফাবিও কোয়েন্ত্রাও ও দানিলো।

মিডফিল্ডার: টনি ক্রুস, জেমস রদ্রিগেজ, ক্যাসেমিরো, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, মার্কো অ্যাসেনসিও, ইস্কো, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, লুকাস ভাজকুয়েজ, মারিয়ানো ও আলভারো মোরাতা।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ২ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।