ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

লালমনিরহাটে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবলের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
লালমনিরহাটে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবলের ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: সদরের আদিতমারী উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুলাই)  বিকেলে আদিতমারী জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খারুভাজ সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ১-০ নামুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গোবর্দ্ধন হাট ইসমাইল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩-১ গোলে পরাজিত করে নামুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চাঁন মিয়া।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ ট্রফি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা নাসির উদ্দিন, পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক ফজলুল বারি লিখন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।