ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রাক-মৌসুমে বার্সা-রিয়াল-ম্যানসিটির সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
প্রাক-মৌসুমে বার্সা-রিয়াল-ম্যানসিটির সূচি ছবি: সংগৃহীত

লা লিগা আর চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হওয়ার পর নতুন কোচ আর্নেস্টো ভালভার্দের অধীনে নতুন করেই মৌসুম শুরু করতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নতুন মৌসুমে বসে থাকবে না বার্সাকে টপকে দুটি শিরোপাই জিতে নেওয়া জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

বার্সা-রিয়ালের প্রাক-মৌসুমের সূচি প্রকাশ পেয়েছে। প্রকাশিত হয়েছে ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির প্রাক-মৌসুমের সূচিও।

এছাড়া, প্রাক-মৌসুমের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, শাপেকোয়েন্সে, টটেনহ্যাম, ওয়েস্টহ্যাম।

বার্সা আগামী ২২ জুলাই জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে। ২৬ জুলাই তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়ামে নামবে বার্সা। ৭ আগস্ট মেসি-নেইমার-সুয়ারেজদের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সে। বিমান দুর্ঘটনায় প্রায় সব খেলোয়াড় মারা যাওয়ার পর নতুন করে জেগে উঠেছে শাপেকো।

এদিকে, রিয়াল মাদ্রিদ প্রাক-মৌসুমে ২৩ জুলাই খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ২৬ জুলাই রোনালদোদের প্রতিপক্ষ ম্যানসিটি। আর জিদানের শিষ্যরা বার্সার বিপক্ষে ২৯ জুলাই ম্যাচ খেলার পর মাঠে নামবে এমএলএস অল-স্টার্সের বিপক্ষে।

ইংলিশ জায়ান্ট ম্যানসিটি ২০ জুলাই মুখোমুখি হবে ম্যানইউর বিপক্ষে। ২৬ জুলাই রিয়ালের বিপক্ষে ম্যাচের পর ২৯ জুলাই টটেনহ্যামের বিপক্ষে খেলবে ম্যানসিটি। আর ৪ আগস্ট ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।