অনূর্ধ্ব-১৫ দলের প্রস্তুতি শুরু হলেও আগামীকাল থেকে অনূর্ধ্ব-১৮ দলের অনুশীলন শুরু হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সোমবার সাফের অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়।
অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে রয়েছে প্রতিযোগিতার রানার্সআপ নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
একই সময়ে শুরু হয়ে দুটি প্রতিযোগিতা একই সময়ে শেষ হবে। আগামী ১৮ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৭ আগস্ট।
২০ আগস্ট অনূর্ধ্ব-১৮ বাংলাদেশের যুবারা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভুটানের। ২২ আগস্ট লড়বে ভারতের বিপক্ষে। সেমিফাইনালে যেতে হলে কমপক্ষে একটি ম্যাচে জিততে হবে। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ২৭ আগস্ট হবে ফাইনাল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভুটানের চালিমিথান স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি