ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে সৈয়দপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

এসময় বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক, সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ মাহবুব উল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।